Bi Gan একজন চাইনিজ ফিল্ম ডিরেক্টর, স্ক্রিনরাইটার, পয়েট এবং ফটোগ্রাফার। ক্যারিয়ারের শুরুটা মূলত ফটোগ্রাফার হিসাবে করলেও পরবর্তীতে একজন ফিল্ম ডিরেক্টর হিসাবেই আত্মপ্রকাশ করেন তিনি।
ক্যারিয়ার শুরু করেন শর্ট ফিল্ম South (2010) দিয়ে। পরবর্তীতে ২০১১-২০১৬ সালের মধ্যে নির্মাণ করেন আরো চার’টি শর্ট ফিল্ম- Tiger (2011), Diamond Sutra (2012), The Poet and Singer (2012), Secret Goldfish (2016)
প্রথম ফিচার ফিল্মটি নির্মাণ করেন ২০১৫ সালে, প্রথম তিনটি শর্ট ফিল্ম তৈরী হয়ে যাবার পর। তারপরে ২০১৮ সালে আরেকটি অর্থাৎ ২৮ বছর বয়েসে মোট চারটি শর্ট ফিল্ম ও দু’টি ফিচার ফিল্ম নির্মাণ করেন।
এই ভিডিও ক্লিপটি তাঁর দ্বিতীয় অর্থাৎ সর্বশেষ সিনেমা Long Day’s Journey into Night (2018) থেকে নেয়া। এই দৃশ্যটি দেখলে আমরা বুঝতে পারি একজন ২৮ বছর বয়সী ডিরেক্টর Bi Gan হোমেজ দিচ্ছেন ৬০ বছর বয়সী অগ্রজ তাইওয়ানিজ ডিরেক্টর Tsai Ming-liang-কে। Tsai Ming-liang -তাইওয়ানিজ নিউ ওয়েভের একজন পুরোধা, যার সিনেমায় জল, ফল এবং অপেক্ষা ঘুরে ফিরে আসে বারবার একটা মেলানকলিক ওয়েতে কিংবা মানজীবনের ক্লান্তিকর পুনরাবৃত্তিতে।
Bi Gan এর তেমন কোন ইন্টার্ভিউ দেখা হয় নাই আমার, না কোন লেখা পড়া হইছে তাঁর। তবে grasshopperfilm-এ উনার নিজের পছন্দের ১০ টি সিনেমার নামের মধ্যে উনি Tsai Ming-liang এর Stray Dogs (2014) রেখেছিলেন। এখান থেকে আমরা ভাবতে পারি Tsai Ming-liang এর প্রতি হোমেজ দেয়ার ব্যাপারে।
আবার এই ব্যাপারটা হোমেজ না-ও হইতে পারে আসলে, হতে পারে কেবল আমাদের ‘ সিনেম্যাটিক ভাবনা’। এমন হতে পারে যে Bi Gan নিজের থেকেই এমন কিছু করেছেন, Tsai Ming-liang এর কথা আদতে ভাবেননি তিনি। তবে এই ‘হোমেজ’ না হবার যেমন সম্ভাবনা আছে তেমনই সম্ভাবনা আছে হোমেজ হবারও। আর তাছাড়া ডিরেক্টর ঠিক কী উদ্দেশ্যে বানিয়েছেন বা কী ভেবে বানিয়েছেন সেইটার সাথে সাথে দর্শক হিসাবে আমাদেরও নিজস্ব একটা রিডিং দাঁড় করানোর ব্যাপার তো থেকেই যায়। হোক সেইটা শুধু সম্ভাবনা মাত্র।
ঠিক এইখানে বলে রাখা ভালো যে এই ব্যাপারটা একটা এ্যাজাম্পশন হোক কিংবা সত্য তাতে আসলে কিছু এসে যায়না। কারণ সিনেমার ইতিহাস লক্ষ্য করলে এইটা স্বীকার করে নিতে হবে যে সিনেমা বারবার ফিরে আসে। ফিরে আসে আড্ডা-গানে-স্মৃতিতে বা অন্য কোন ডিরেক্টরের অন্য কোন সিনেমা ধরে। আমি বলতে চাচ্ছি যে এই ফিরে আসাটাই সত্য, চিরন্তন। সেইটা ঘটতে পারে সচেতন ভাবে কিংবা সিনেমার প্রাকৃতিক নিয়মানুযায়ী।